Select Page

নওঁগায় অনুষ্ঠিত হলো “বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। নওঁগা জেলা সমাজ সেবার আয়োজনে উক্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৩রা সেপ্টেম্বর ২০১৮ থেকে শুরু করে ৩রা নভেম্বর পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মসূচি। দীর্ঘ ৫০ ( ২০০ ঘন্টা) দিনব্যাপী সমাজসেবা বিষয়ক ট্রেনিং হয় এবং ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং হয় ১০ (৪০ ঘন্টা) দিনব্যাপী।

উক্ত এই কর্মসূচিতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওঁগা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: মিজানুর রহমান স্যার এবং নওঁগা জেলা সমাজসেবা অফিসার জনাব নূর মোহাম্মদ। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয় আসুসের ল্যাপটপ।

Product Enquiry