Select Page

গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ বাজারে নিয়ে এলো ৩৫ ইঞ্চি আরওজি সিরিজের XG35VQ মনিটর। আজ অব্দি আরওজি সিরিজের সর্বোচ্চ সাইজের গেমিং মনিটর হিসেবে ৩২ ইঞ্চি পর্যন্ত XG32VQ ছিলো। এই নতুন আকর্ষনীয় মনিটরটির বিশেষত্ব হলো এটি আলট্রাকিউএইচডি মনিটর। সুতরাং প্রফেশনাল গেমাররা বেশ স্বাচ্ছন্দে গেমিং উপভোগ করবে। ৩৫” এই ফুল এইচডি মনিটরটি রিফ্রেশ রেট ১০০ হার্টজ এবং রেসপন্স টাইম ৪ এমএস। আর এমপিয়ারটি মোডে রেসপন্স টাইম ১ এমএস।

ফ্রী সিংক সম্বলিত এই মনিটরটির এক্সট্রিম লো মোশন ব্লার অপশন আছে। এই মনিটরটির মাঝেও আসুস আওরা সিংক লাইটিং রয়েছে। গেম ফাস্ট ইনপুট টেকনোলজী যুক্ত এই মনিটরটির মাঝে পোর্ট রয়েছে এইচডি এম আই (১.৪ এবং ২.০) এবং ডিসপ্লে পোর্ট ২.০। এই মনিটরটির সর্বোচ্চ খুচরা মূল্য এক লক্ষ পনের হাজার টাকা। আর আসুসের অন্য সব মনিটরের মতো এই মনিটরটিরও তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করবে। গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ এর অনুমোদিত যেকোনো ডিলারের কাছে এই পণ্যটি পাওয়া যাবে। আরোও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৭৭৪৭৬৪০২।